eaibanglai
Homeএই বাংলায়পকেট মানি জমিয়ে চমক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের

পকেট মানি জমিয়ে চমক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- পকেট মানি জমিয়ে সাধারণত নিজেদের ছোট ছোট প্রয়োজন,খরচ বা সাধ মিটিয়ে থাকে পড়ুয়ারা। কিন্তু বাঁকুড়া উন্নয়নি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ১১ পড়ুয়ার পকেট মানি দিয়ে চমকে দিয়েছেন সকলকে। পকেট মানি জমিয়ে তারা তৈরি করে ফেলেছেন একটি আস্ত ড্রোন। যা করতে সক্ষম বিভিন্ন ধরনের জটিল কাজ। এই ড্রোন আকাশে উড়তে পারে প্রায় ১৭ থেকে ২০মিনিট। রিমোট কন্ট্রোলের সঙ্গে ড্রোনের সংকেত আদান-প্রদানের রেঞ্জ প্রায় ১২০০ মিটার। পড়ুায়াদের দাবি কৃষি কাজ থেকে দুর্গম স্থানে নজরদারির কাজেও ব্যবহার করা যেতে পারে এই ড্রোন।

পড়ুয়ারা জানান ২০২৩ সাল থেকে একটু একটু করে পকেটমানির টাকা জমিয়েছেন এই প্রজেক্টের জন্য। প্রত্য়েকের পকেট থেকে খরচ হয়েছে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা। সেই টাকায় বিদেশ থেকে কম্পনেন্ট কিনে তৈরি করেছেন ড্রোন। তবে চার পাখার এই ড্রোনের কোডিংটা করেছে ছাত্রছাত্রীরা নিজেরাই। প্রোটোটাইটটিকে যদি আরও সুদৃঢ় করা যায় এবং ড্রোনের বহন ক্ষমতা বৃদ্ধি করা যায় তাহলে আরও সুদূরপ্রসারী সম্ভাবনা তৈরি হবে বলেও মনে করছেন পড়ুয়ারা।

বাঁকুড়া উন্নয়নি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল ডক্টর কৃষ্ণেন্দু অধুর্য পড়ুয়াদের এই কর্মকাণ্ডে রীতিমতো গর্বিত। কলেজের পক্ষ থেকে সবরকম সাহায্য়ের আশ্বাসও দিয়েছেন তিনি। কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে উৎসাহিত পড়ুয়ারাও। এই প্রজেক্টি আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আশাবাদী তাঁরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments