eaibanglai
Homeএই বাংলায়'স্মার্ট স্কুল' ঘিরে উৎসাহ বাড়ছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে

‘স্মার্ট স্কুল’ ঘিরে উৎসাহ বাড়ছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে

সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ- স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে রাজ্যের নতুন উদ্যোগ ‘স্মার্ট স্কুল’। যেখানে প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলা হয়। নতুন প্রজন্মের পড়ুয়াদের স্কুলে টানতে জেলায় জেলায় এই স্মার্ট স্কুল গড়ে তোলা হচ্ছে। যেখানে
কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদানকে কচিকাঁচাদের কাছে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। অন্যদিকে এই আধুনিক পদ্ধতিতে শিক্ষার মাধ্যমে পড়ুয়াদের তথ্য যুগের জন্য প্রস্তুত করা হচ্ছে।

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেরা অঞ্চলের ইঁদুটি গ্রামে গত মে মাসে চালু হয়েছে এমনই এক স্মার্ট স্কুল। যেখানে প্রযুক্তিকে হাতিয়ার করে পাঠদান করছেন শিক্ষক-শিক্ষিকারা। ভিডিও, অডিও এবং ডিজিটাল চিত্রের সাহায্যে পড়া এখন আরও সহজবোধ্য ও আনন্দদায়ক। শুধু পড়াশোনাই নয়—নাচ, কবিতা পাঠ, ব্যায়ামের মতো সহ-শিক্ষামূলক কাজেও সক্রিয় অংশ নিচ্ছে খুদেরা। ফলে স্কুলমুখী হওয়ার আগ্রহ যেমন বেড়েছে, তেমনই কমেছে অনুপস্থিতির হার।

অন্যদিকে এই স্কুলের সাজসজ্জা ও পরিবেশও নজর কাড়ার মতো। নানা রঙে রাঙানো স্কুলের দেওয়াল, গাছপালা ও ফুলে ঘেরা উঠোন—সব মিলিয়ে এক দৃষ্টিনন্দন শিক্ষাঙ্গন। শিশুদের আকর্ষণ করতেই এই সৌন্দর্যায়নের ভাবনা। স্কুলের এই সাজসজ্জা ও অন্যন্য পরিবেশ শুধু পড়ুয়াদের নয়, গোটা এলাকার মানুষের কাছে কৌতূহল ও প্রশংসার কেন্দ্র হয়ে উঠেছে। স্কুল দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

এই স্মার্ট স্কুলের দৌতলে পড়ুয়াদের পাশাপাশি এখন অভিভাবকরাও নিজেদের সন্তানদের স্কুলে পাঠাতে রীতিমতো উৎসাহ বোধ করছেন। এখন এই উৎসাহ ছোটদের স্কুলে ফেরাতে কতটা সাহায্য় করে সেটাই দেখার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments