eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস মহামিছিল

দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস মহামিছিল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দুর্গাপুরের স্থপতি ডাঃ বিধান চন্দ্র রায়ের আবির্ভাব ও প্রয়াণ দিবসে দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস মহামিছিল। জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জীর ডাকে, মূলত কর্মসংস্থানের দাবিতে এই মিছিলে পা মেলান দলের নেতা কর্মীরা। “শিল্প চাই, চাকরি চাই ” ও “ভাতা নয়, চাকরি চাই” স্লোগান ওঠে মিছিল থেকে। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয়ে সিটিসেন্টারে শেষ হয় মিছিলটি।

এদিনের মহামিছিলে উপস্থিত ছিলেন যুবনেতা রানা অধিকারী, শাহনওয়াজ আহমেদ, জয়দীপ বোস, প্রিয়াঙ্কা গোস্বামী, সুকোমল সাহা, চন্দ্রশেখর গাঙ্গুলি, পল্টু পাল, চন্দন ঘোষ, জয়দেব রায়, গৌরব রায়, সর্বজিৎ সিনহা, সুশোভন সিনহা, অনিক চাকলাদার সহ সকল স্তরের যুব কংগ্রেসের নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা।

প্রসঙ্গত দুর্গাপুর শহর প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডাঃ বিধানচন্দ্র রায়ের। তাঁর দূরদৃষ্টি ও পরিকল্পনাতেই দুর্গাপুর একটি ইস্পাত নগরী হিসেবে গড়ে ওঠে। যুব কংগ্রেসের অভিযোগ কংগ্রেস আমালের পর থেকে সরকারি উদাসিনতায় ডাঃ বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শিল্প শহরে একের পর এক শিল্প বন্ধ হয়ে যায়। তারপর আর শিল্পান্নয়নের কোনো উদ্যোগ নেয়নি কংগ্রেসর পরবর্তী কোনো রাজ্য সরকার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments