eaibanglai
Homeএই বাংলায়বৈশালী পার্কে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে ফরেনসিক দল

বৈশালী পার্কে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে ফরেনসিক দল

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের বৈশালী পার্কে বাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে নমুনা সংগ্রহ করল ফরেনসিক বিশেষজ্ঞ দল। আগুনের কারণ অনুসন্ধানে মঙ্গলবার ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাড়ির পোড়া ধ্বংসাবশেষ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং অন্যান্য সম্ভাব্য উপকরণ সংগ্রহ করে। উন্নত প্রযুক্তির সাহায্যে ওই নমুনা বিশ্লেষন করে আগুনলাগার কারণ খোঁজা হবে বলে জানা গেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডারের ত্রুটি হতে পারে।

গত শনিবার মধ্যরাতে আসানসোলের ফতেপুর বৈশালী পার্কের স্বাগতম রেসিডেন্সির একটি দোতলা বাড়িতে আগুন লাগে। এই দুর্ঘটনায় বাবলু সিং (৫১), তাঁর শ্বশুর বীরেন্দ্রনাথ চন্দ্র (৬৬) এবং শাশুড়ি গায়েত্রী চন্দ্রের (৫৭) অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। বাবলু সিংয়ের স্ত্রী প্রাণে বেঁচে যান। তিনি বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান গভীর রাতে হঠাৎ ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা দেখা যায়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিবারের চারজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অন্যদিকে এই ঘটনা শুধু ফতেপুর নয়, সমগ্র আসানসোলের বাসিন্দাদের মধ্যে অগ্নি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।। অগ্নি নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারি চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments