eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের কিশোরের দেহ মিলল বালিগঞ্জে, ক্ষোভ ও উত্তেজনা

দুর্গাপুরের কিশোরের দেহ মিলল বালিগঞ্জে, ক্ষোভ ও উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- দুর্গাপুরের কিশোরের দেহ মিলল কলকাতার বালিগঞ্জ থেকে। মৃত কিশোরের নাম সুরজিত রুইদাস (১৪)। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ডিপিএল কারখানা সংলগ্ন শালবাগান এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ রেলের ওয়াগন থেকে কয়লা চুরি করতে গিয়ে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে মৃত্যু হয়েছে ওই কিশোরের। ওয়াগন থেকে কয়লা নামানোর জন্য ওই কিশোরকে ফোন করে ডাকা হয়েছিল বলে দাবি পরিবারের। ঘটনার প্রতিবাদে এলাকার এক ব্যক্তির বাড়িতে চড়াও হয়ে দরজা ভাঙার চেষ্টা করে উত্তপ্ত জনতা।

মৃত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে দিন তিনেক আগে থেকেই নিখোঁজ ছল সুরজিত। খোজাখুঁজি করে হদিশ না মেলায় থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা। অবশেষে এদিন সকাল থেকে কোকোওভেন থানা থেকে জানানো হয় কলকাতার বালিগঞ্জে কয়লার ওয়াগন থেকে এক কিশোরের দেহ উদ্ধার হয়েছে। তার ছবি থেকে সেটি সুরজিত বলে চিহ্নত করেন পরিবারের লোকজন।

জানা গেছে বুধবার রাতে রেলের ওয়াগনে কিশোরের দেহ দেখতে পান বালিগঞ্জ স্টেশনের রেলকর্মীরা। পরে রেল পুলিশ দেহ উদ্ধার করে ছবি তুলে বিভিন্ন থানায় সেই ছবি পাঠিয়ে দেয়। মৃতের পরিবারের দাবি ছবি দেখে পরিস্কার বোঝা যাচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সুরজিতের।

অন্যদিকে বুধবার সকালে সুরজিতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ এলাকার দুষ্কৃতীরা দারীদ্রতার সুযোগ নিয়ে সামান্য কুড়ি, তিরিশ টাকা মজুরির বিনিময়ে এলাকার ছোটদেকে রেলের ওয়াগন থেকে কয়লা চুরি কাজে ব্যবহার করে। আর শাসক দলের মদতেই চলে এই অবৈধ কারবার। যার নির্মম পরিণতিতে মৃত্যু হল এলাকার কিশোরের। অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments