eaibanglai
Homeএই বাংলায়অবৈধ নির্মাণে ৯৮ কোটি টাকা জরিমানা, বেআইনি নির্মাণ ভাঙা স্থগিত রাখল পুরনিগম

অবৈধ নির্মাণে ৯৮ কোটি টাকা জরিমানা, বেআইনি নির্মাণ ভাঙা স্থগিত রাখল পুরনিগম

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বেআইনি নির্মাণের জেরে কারাখানা কর্তৃপক্ষকে ৯৮ কোটি টাকা জরিমানা আসানসোল পুরনিগমের। জরিমানার অংশ কোষাগারে জমা পড়ায় নির্মাণ ভাঙতে গিয়েও তা স্থগিত রাখল পুরনিগম কর্তৃপক্ষ।

প্রসঙ্গত আসানসোল পুরনিগম এলাকায় একাধিক বেসরকারি কারখানার বিরুদ্ধে পুর আইন না মেনে অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে। জানা গেছে, আসানসোলের জামুড়িয়া শিল্পতালুকে এমনই ১৫ টির কারখানার নাম রয়েছে পুরনিগমের অবৈধ নির্মাণ তালিকায়। অভিযোগ, এইসব কারখানা পুরনিগমের নিয়ম না মেনে প্ল্যান বা নকশা পাস না করিয়ে কারখানার ভবন বানিয়েছে। এমনকি এবিষয়ে কারখানাগুলিকে বার বার নোটিশ ও চিঠি দিয়েও কোনো সদুত্তর পায়নি পুরনিগম কর্তৃপক্ষ। অবশেষে বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের আধিকারিক ও কর্মীদের একটি দল জেসিবি মেশিন, বুলডোজার, পুলিশ ও দমকল নিয়ে জামুড়িয়া শিল্প তালুকে একটি বেসরকারি কারখানার অবৈধ নির্মাণ ভাঙতে হাজির হয়। জানা গেছে, ওই কারখানার বিরুদ্ধে ৯৮ কোটি টাকা জরিমানা করেছিল পুরনিগম।

এদিন আসানসোল পুরনিগমের আধিকারিকেরা নির্মাণ ভাঙতে উদ্যোগী হলে কারখানা কর্তৃপক্ষ জরিমানার একটি অংশ ( ২০ লক্ষ টাকা) জমা দেয় ও ১৫ দিনের সময় চেয়ে নেয়। এরপরেই এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ স্থগিত করা হয়।

এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ তথা আইনী উপদেষ্টা রবিউল ইসলাম জানান, জামুড়িয়া শিল্প তালুকে যেসব কারখানা পুর নিয়ম না মেনে অবৈধ নির্মাণ করেছে সেইসব নির্মাণ ভাঙার অভিযান জারি থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments