eaibanglai
Homeএই বাংলায়সিএসআর প্রকল্পে প্রায় ২ কোটি টাকার যন্ত্র পাওয়ার গ্রিড কর্পোরেশনের

সিএসআর প্রকল্পে প্রায় ২ কোটি টাকার যন্ত্র পাওয়ার গ্রিড কর্পোরেশনের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সিএসআর প্রকল্পে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ২ কোটি টাকার যন্ত্রপাতি দিল পাওয়ার গ্রিড কর্পোরেশান। বৃহস্পতিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপারের হাতে যন্ত্রগুলি তুলে দিলেন সংস্থার আধিকারিকরা।

প্রসঙ্গত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের উপর শুধু বাঁকুড়া জেলা নয়, পার্শ্ববর্তী পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার একাংশ এমনকি ঝাড়খন্ডের একাংশের মানুষ নির্ভরশীল। এদিকে দীর্ঘদিন ধরে এই হাসপাতালে আধুনিক মানের চিকিৎসা যন্ত্রপাতির প্রয়োজন থাকলেও সরকারি উদ্যোগ না থাকায় চিকিৎসা ক্ষেত্রে সমস্যা তৈরী হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সম্প্রতি পাওয়ার গ্রিড কর্পোরেশান এই ধরনের যন্ত্রপাতির তালিকা চেয়ে পাঠায়। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ওই সংস্থা নিজেদের সিএসআর প্রকল্পে মোট ১ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করে এবং হাসপাতালে অপথালমিক আল্ট্রাসাউন্ড, ক্যামেরা এন্ডোস্কোপ সিস্টেম, বায়ো ফিডব্যাক সিস্টেম, ইসিটি, ল্যাপারোস্কোপ, স্পিরোমিটার, মাইক্রো ডেব্রিডার, ফান্ডাস ক্যামেরা সহ মোট ১০ টি আধুনিক মানের চিকিৎসা যন্ত্র বসানোর উদ্যোগ নেয়।

ইতিমধ্যে হাসপাতালে ওইসব যন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। এদিন সেই যন্ত্রগুলি অফিসিয়ালি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

অত্যাধুনিক মানের বহুমূল্যের এই চিকিৎসা যন্ত্রপাতি মেডিক্যাল কলেজের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলে দাবি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments