সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কয়লা পাচার রুখতে অবৈধ কয়লাখনি বন্ধ করতে কোমর বেঁধে নেমেছে বিসিসিএল। শুক্রবার আসানসোলের কুলটির দামাগোড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাতটি অবৈধ খনি ভরাট করল বিসিসিএল কর্তৃপক্ষ। সিআইএসএফ এবং কুলটির চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশের সহযোগিতায় র্যাটহোলগুলি ভরাট করা হয়।
এবিষয়ে দামাগড়িয়ার প্রজেক্ট অফিসার ধর্মেন্দ্র তিওয়ারি জানান, অবৈধ খনন রুখতে একটি কমিটি গঠন করা হয়েছে।গত বছরের নভেম্বর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩২ টি অবৈধ খনন ভরাট করা হয়েছে। এটা কেবল কয়লা চুরির ঘটনা নয়, এর সাথে মানুষের জীবন জড়িত রয়েছে। অবৈধভাবে কয়লা উত্তোলনের চেষ্টায় যদি একজনও মারা যায়, তাকে ফিরিয়ে আনা যাবে না। এই কারণে, এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আগামীতেও এই অভিযান প্রতিনিয়ত চালানো হবে।
প্রসঙ্গত আসানসোল রানিগঞ্জ কয়ালা খনি এলাকায় অবৈধ কয়লা পাচার বা চুরির ঘটনা নতুন নয়। অবৈধ কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করতে গিয়ে জীবনহানীর মতো ঘটনাও ঘটে প্রায়ই। সম্প্রতি আসানসোলের জামুড়িয়ায় নর্থ সিয়ারসোল কোলিয়ারী সংলগ্ন আমবাগান এলাকায় অবৈধ কয়লা খনি থেকে কয়লা তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় দুই গ্রামবাসীর।





