eaibanglai
Homeএই বাংলায়"মহররম" উপলক্ষ্যে দুর্গাপুরে শোভাযাত্রা

“মহররম” উপলক্ষ্যে দুর্গাপুরে শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার সারা বিশ্ব তথা দেশের পাশাপাশি দুর্গাপুরের অনুষ্ঠিত হল মুসলিম সম্প্রদায়ের ত্যাগের পরব “মহররম”। এদিন দুর্গাপুরের মেনগেট কাদারোড অঞ্চলে সম্পূর্ণ ধর্মীয় মর্যাদায় পালন করা হয় দিনটি। এই অনুষ্ঠান উপলক্ষে তানজিম মিলন কমিটি একটি শোভাযাত্রা আয়োজন করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন তানজিম মিলন কমিটির সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তরুণ রায়। এদিনের শোভাযাত্রায় পা মেলান স্থানীয় প্রশাসনিক ও পুলিশ মহলের উর্ধ্বতন কতৃপক্ষগণ। সবাইকে কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে তরুণ রায়কে সম্মান জানিয়ে পাগড়ী পড়িয়ে দেন তানজিম মিলন কমিটির সম্পাদক শ্রী আলাউদ্দিন খান সাথে ছিলেন শ্রী ইসলাম খান, শ্রী রবিন্দর রাম ও শ্রী লাল বাবু প্রসাদ। প্রসঙ্গত উল্লেখ্য,গত ২০ বছর ধরে তানজিম মিলন কমিটি সভাপতির দায়িত্ব পালন করছেন তরুণবাবু।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তরুণবাবু বলেন, “মহররম ইসলামিক বর্ষের প্রথম মাস এবং এটি অত্যন্ত পবিত্র ও সম্মানিত একটি মাস। এই দিনেই কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল, যখন হজরত ইমাম হুসাইন (রা.) সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে অত্যাচারী শক্তির বিরুদ্ধে আত্মত্যাগ করেছিলেন। মহররমের শিক্ষা হলো অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করা। এই মাস আমাদেরকে আত্মসমালোচনা, তাওবা ও ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির সুযোগ দেয়।” এদিনের বক্তব্যে তিনি সকলকে সত্য ও ন্যায়ের পথে চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments