সংবাদদাতা,আসানসোলঃ- সাপের কামড়ে গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলা। ঘটনা আসানসোলের মাইথন ড্যাম এলাকার। ভয় আর আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
এলাকায় চায়ের দোকান চালানো শম্ভু দেবনাথ জানান, গত রবিবার রাত প্রায় একটার দিকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বাড়ির সব বৈদ্যুতিক আলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তার স্ত্রী পূর্ণিমা তখন মশারি টাঙিয়ে ঘুমোতে যান। ঘুমানোর প্রায় আধ ঘণ্টা পর তিনি শরীরে কোনকিছুর কামড়ের অনুভব করেন। আলো জ্বালিয়ে দেখা যায়, একটি চিতি সাপ তাকে কামড় দিয়ে বিছানায় শুয়ে আছে। সোমবার ভোরে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে আইসিইউ-তে রেখে নিবিড় পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, আগামী ৭২ ঘণ্টা তার অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। প্রসঙ্গত পূর্ণিমা গর্ভবতী হওয়ায় শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়েছে।
অন্যদিকে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। এলাকায় সাপের উপদ্রব রোধ করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।





