সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– নির্মীয়মাণ বাড়ির ভিত ধসে আতঙ্ক তৈরি হল আসানসোলের জামুরিয়ার ৮ নম্বর ওয়ার্ডের সাতগ্রাম এলাকায়। নির্মীয়মাণ ওই বাড়ির পিলারের নিচের অংশ ধসে প্রায় ৭০ ফুট বসে যায়।
বৃহস্পতিবার রাতে সাতগ্রামের দরবার ক্লাব মাঠের মাত্র ২০ মিটার দূরে ধসের ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় ইসিএলের কয়লাখনি সহ কিছু অবৈধ কয়লাখনিও রয়েছে। তার উপর গত কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টি জেরেই ধসের ঘটনা ঘটেছে।
অন্যদিকে ধসের ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।





