eaibanglai
Homeএই বাংলায়স্কুল বন্ধ রেখে টিভি চ্যানেলের রিয়েলিটি শোয়ের অডিশন, বিতর্ক

স্কুল বন্ধ রেখে টিভি চ্যানেলের রিয়েলিটি শোয়ের অডিশন, বিতর্ক

সংবাদদাতা,বাঁকুড়াঃ- স্কুল বন্ধ রেখে একটি সর্বভারতীয় বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শোয়ের অডিশন ঘিরে বিতর্ক দেখা দিল বাঁকুড়ায়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়ম ভেঙে স্কুল ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও নিয়ম মেনে পাওনা ছুটি দিয়েই অডিশনের ব্যবস্থা করা হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।

প্রশঙ্গত শনিবার বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলে স্কুল বন্ধ রেখে জিবাংলার সারে গামা পা অনুষ্ঠানের অডিশনের ব্যবস্থা করা হয়েছিল। বাইরের কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কাজের জন্য কি স্কুলের পঠন পাঠন বন্ধ রেখে ছুটি দেওয়া যায়? এদিনের অডিশন ঘিরে প্রশ্ন তোলেন অভিভাবকরা। অন্যদিকে বিষয়টির সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগসাজশের অভিযোগ করেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তাঁর দাবি স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই স্কুল বন্ধ রেখে টিভি শোয়ের অডিশনের ব্যবস্থা করা হয়েছে। বিধায়কের মতে এর পিছনে ‘টাকার লেনদেন’ কিম্বা কারো ছেলে মেয়েকে ওই অনুষ্ঠানে সুযোগ করে দিতেই এভাবে অডিশনের ব্যবস্থা করা হয়েছে।

এই বিতর্ক নিয়ে বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুকুরবালা মাণ্ডির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, দু’টি পাওনা ছুটি ছিল। তার একটি ছুটি এদিন দেওয়া হয়েছে এবং সেই ছুটিতেই অডিশনের জন্য স্কুলটি ব্যবহার করতে দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সভাপতি গোরাচাঁদ কান্তের কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ছুটি পাওনা আছে বলেই এভাবে ছুটি দেওয়া যায়না। শুধুমাত্র লোক্যাল ফেস্টিভ্যালের ক্ষেত্রেই ওই ছুটি দেওয়া যায়।” অন্যদিকে অডিশনের দায়িত্বে থাকা কর্মীরাও এবিষয়ে কোন মন্তব্য করতে চাননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments