নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজায় হানা দিয়ে ১৭০ টি বিরল প্রজাতির টিয়া পাখি উদ্ধার করল বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের আধিকারিক ও কর্মীরা। ঘটনায় গ্রেফতার করা হয় ২ জনকে। বাজেয়াপ্ত করা হয় একটি চার চাকার গাড়ি।
দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল পাটনা থেকে প্রচুর পাখি পাচারের উদ্দেশ্যে বর্ধমানে নিয়ে যাওয়া হচ্ছে। সেই মতো তাঁর নেতৃত্বে একটি দল বাঁশকোপা টোল প্লাজায় হানা দেয়। পাচারকারীদের গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। গাড়ির ডিকি খুলতেই দেখা যায় বেশ কয়েকটি খাঁচায় বন্দি রয়েছে ১৭০ টি টিয়া পাখি। এরপরই গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করা হয়। ধৃত দুই ব্যক্তির নাম হান্নান শেখ ও কাশিম খান। দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা।
শনিবার বিকেলে টিয়া পাখিগুলিকে কাঁকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিবপুর বিট অফিসার অনুপ কুমার মন্ডল সহ বনদপ্তরের কর্মীরা।





