সঙ্গীতা চৌধুরীঃ- আগামী ২৫ শে জুলাই আসছে এক মেয়ের অলৌকিক ক্ষমতা র গল্প নিয়ে তৈরি হওয়া নতুন সিনেমা দেবী এই ছবিটির নাম হচ্ছে পরিচালনায় রয়েছেন সৌপ্তিক চক্রবর্তী ও ছবিটির প্রযোজনা করছেন ইকো ইন্টারটেইনমেন্ট। এই ছবিটি হল হরর ফ্যান্টাসির ড্রামা বলা আর এই ছবির ট্যাগ লাইন হল এক প্রেতমানবীর পাঁচালী।
এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন ইষ্টিকুটুম ধারাবাহিক খ্যাত অভিনেত্রী রনিতা দাস, রাহুল অরুণোদয় ব্যানার্জী, এছাড়া ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসু, সোমরাজ মাইতি প্রমুখ। ছবির প্রোমোতে দেখা যায় ছোটবেলা থেকে দেবী যখন রেগে যায় তখন চারপাশে সব কিছু বদলে যায়, তার আপনজনেরা চেষ্টা করে তার শক্তির বিষয়টা সবার থেকে আলাদা রাখতে কিন্তু ধীরে ধীরে দেবী বড় হয়ে ওঠে এবং তার মনের মধ্যে এই প্রশ্ন জেগে ওঠে ‘who am i?’- দেবী আসলে কে? কী তার পরিচয়? এই গল্পের অশুভ শক্তি বা কে? সবকিছু জানতে অবশ্যই দেখতে হবে দেবী। উল্লেখ্য , এই ছবিটির ক্রিয়েটিভ ডিরেক্টার এবং রাইটার সাগ্নিক চট্টোপাধ্যায় ও এক্সিকিউটিভ প্রডিউসার হলেন গোপাল ঘোড়াই।
এছাড়াও এই ছবিতে জনপ্রিয় অভিনেতা অরিজিৎ লাহিড়ী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
এই ছবির অফার পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন,‘এই ছবিটির সুযোগ আমার কাছে আসে সাগ্নিক চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক থিয়েটারের সূত্রে, কাজের সূত্রে তিনি আমাকে এই ছবিটির জন্য বলেন। এই ছবিতে আমার অভিনীত চরিত্রটির নাম ভিকি, তবে এই চরিত্রটা কেমন সেটা আমি এখন বলতে পারব না সেটা সবাইকে হলে গিয়ে দেখতে হবে। তবে এটুকু বলতে পারি এটা খুব ইন্টারেস্টিং একটি চরিত্র ও এখানে অনেক কিছু করার জায়গা আছে, আশা করছি দর্শকের ভালো লাগবে আমার চরিত্রটি এবং দেবী গল্পটি।’





