সৌভিক সিকদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান -: পড়াশোনার পাশাপাশি সমাজের প্রতিও শিশুদের একটা দায়িত্ব আছে বারবার সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন দুর্গাপুরের আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি “গাছ লাগাই, প্রাণ বাঁচাই” – এই স্লোগানকে সামনে রেখে দুর্গাপুর এনার উইল জিভা ও রোটারি ক্লাবের সহযোগিতায় সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ বৃক্ষরোপণ ও বর্ষা উৎসবের আয়োজন করেন। পাশাপাশি সমাজে পরিবেশ সুরক্ষা বিষয়ে বার্তা প্রেরণ করার জন্য একটি পদযাত্রারও আয়োজন করা হয়।
একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে ও চারপাশে বৃক্ষরোপণ করে। তারপর নিজদের তৈরি আকর্ষণীয় প্লাকার্ড হাতে তারা একটি সমাজসচেতনতা মূলক ও শিক্ষামূলক পদযাত্রা করে। প্লাকার্ডগুলিতে বৃক্ষরোপণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য লেখা ছিল।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও পদযাত্রায় প্রায় ১২০ জন শিশু ও সমাজের ৩০ জন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। একটি সরকারী স্কুলে শিশুদের এই আয়োজনকে শহরবাসী সাধুবাদ জানান। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা অন্তরা সিংহরায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা লক্ষ্মী কিস্কু, শান্তনু পাল, অনামিকা ব্যানার্জ্জী , কাকলি দাসগুপ্ত, রাজীব সরকার, মৌসুমী প্রধান, পায়েল মন্ডল, সোনালিসা দাস, মনিদীপা রায় সহ সমাজের বিশিষ্ট জনেরা।




