নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চলতি মাসের ১৮ তারিখ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগ দেবেন দুর্গাপুরের জনসভায়। জানা যাচ্ছে বিহারের মতিহারে জনসভা শেষ করে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে বিজেপির জনসভায় যোগ দেবেন তিনি। তার আগে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় এবং বঙ্গ বিজেপির। রবিবার বিকেলে নেহেরু স্টেডিয়াম পরিদর্শন করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনিল বনসল। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা সতীশ ধন্ড, রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক অগ্নিমিত্রা পাল, লক্ষণ ঘোড়ুই।
পরিদর্শন শেষে এদিন সিটিসেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন বিজেপির প্রতিনিধি দল। এই বৈঠক থেকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন প্রধানমন্ত্রীর জনসভায় আড়াই লক্ষ মানুষের সমাগম হবে। তিনি বলেন, “বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের একটি অংশ থেকে বিজেপির কর্মকর্তারা এবং সমর্থকরা সভায় আসবেন। প্রধানমন্ত্রী প্রথমেই গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সহ বহু কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। তারপরেই নেহেরু স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন”
দুর্গাপুরের রাষ্ট্রয়াত্ত ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন রাখা হবে বলে জগন্নাথ চট্টোপাধ্যায় কে প্রশ্ন করা হলে তিনি বলেন,”প্রধানমন্ত্রী এখানে আসছেন মানে, এই নয় স্থানীয় ইস্যুর উপর নির্ভর করে সভা করা। সমগ্র পশ্চিমবঙ্গের হাল ফেরাতেই লড়াই চলছে বিজেপির। দুর্গাপুরের ইস্পাত নগরীর পুরনো ঐতিহ্য তখনই ফিরবে যখন পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসবে।”
এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সতীশ ধন্ড, সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাঁ, যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়, বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল প্রমূখ।





