নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শহর দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা “ন্যাশনাল গোল্ডেন আইকন ২০২৫”। যেখানে উপস্থিত থাকবেন দেশ বিদেশের নামী বিচারকেরা। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় শহর থেকে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। দু বছর থেকে ষাট বছর বয়সী প্রতিযোগীদের জন্য থাকছে আলদা আলদা ইভেন্ট। রবিবার হয়ে গেল এই প্রতিযোগীতার শেষ মুহুর্তের প্রস্তুতি। সিটিসেন্টারের বেসরকারি হোটেলে প্রস্তুতির পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় প্রতিযোগীদের নিয়ে চলে ফটোশ্যুট।
দুর্গাপুরের ফ্যাশন সংস্থা ‘লেডি ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই “ন্যাশনাল গোল্ডেন আইকন ২০২৫” এই বিউটি পেজেন্ট বা সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংস্থার কর্ণধার তথা মডেল ডঃ পারোমি গোস্বামী জানান, এই প্রতিযোগিতা শুধুমাত্র রূপের প্রতিযোগিতা নয় এটি প্রতিভা ও আত্মবিশ্বাসের বিকাশের একটি মাধ্যম। যেখানে প্রতিযোগীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রতিভা তুলে ধরবেন। শুধুমাত্র ফ্যাশন নয়, সামাজিক সচেতনতা ও নারীর ক্ষমতায়নের বার্তা দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানটির আয়োজন।
প্রসঙ্গত উল্লেখ্য ‘লেডি ফাউন্ডেশন’-এর কর্ণধার ডঃ পারোমি গোস্বামী নিজে আন্তর্জাতিক স্তরে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন। এমনকি তাঁর প্রশিক্ষিত বেশ কিছু ছাত্র-ছাত্রীও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তাই দুর্গাপুর তথা সংলগ্ন এলাকার নতুন প্রজন্মকে উৎসাহিত করতে তাঁর এই উদ্যোগ বলে জানান ডঃ পারোমি। সংস্থার দাবি দুর্গাপুরের বুকে এই প্রথমবার কোনো জাতীয় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।






