সন্তোষ কুমার মণ্ডল,পানাগড়ঃ- চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন মহিলা। কর্তব্যরত আরপিএফ জওয়ানের তৎপরতায় প্রাণে বাঁচলেন মহিলা যাত্রী। ঘটনা পানাগড় স্টেশনের।
ঘটনা সূত্রে জানা যায় শনিবার সকালে অন্যান্য় দিনের মতোই ০৮:৩০ মিনিটে পানাগড় স্টেশনের ০৩ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় ১৩০৪৬ ডাউন ময়ূরাক্ষী এক্সপ্রেস। তিন মিনিট পরে ০৮:৩৩ মিনিটে ট্রেন ছেড়ে দেয়। সেই সময় এক মহিলা যাত্রী তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত, শেষ কোচের ফুটবোর্ডে উঠার চেষ্টা করার সময় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পিছলে যান। তার শরীরের নিচের অংশ প্ল্যাটফর্ম এবং চলন্ত ট্রেনের মাঝখানে বিপজ্জনকভাবে আটকে যায়। সেই সময় প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন একজন আরপিএফ জওয়ান। তিনি তৎক্ষণাৎ ওই মহিলা যাত্রীর দিকে ছুটে যান এবং ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানের ফাঁক থেকে তাকে টেনে বের করে আনেন।
এই ঘটনার পরে, রেল আবারও সকল যাত্রীদের কাছে চলন্ত ট্রেনে উঠা বা নামার চেষ্টা না করার আবেদন জানিয়েছে।





