নিজস্ব সংবাদদাতাঃ– সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, জাতীয় আইনী পরিষেবার নির্বাহী আধিকারিকের নির্দেশনায় আপোষযোগ্য মামলার মিমাংসার জন্য ৯০ দিনের মিডিয়েশন ফর দ্য নেশন প্রচার অভিযান শুরু হয়েছে। এই অভিযানে মূলত বিবাহ বিচ্ছেদ, চেক বাউন্স, দুর্ঘটনা জনিত মামলা শান্তিপুর্ন ভাবে নিস্পত্তি করা হয়। এবার এই কর্মসূচির প্রচার অভিযান শুরু করলো দুর্গাপুর সাব ডিভিশন লিগ্যাল সার্ভিস কমিটি। সোমবার দুপুরে দুর্গাপুর আদালত চত্ত্বরে কমিটির সদস্যরা প্রচার অভিযান শুরু করেন।
প্রসঙ্গত বর্তমানে ভারতীয় বিচার ব্যবস্থায় ৫ কোটিরও বেশী মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে সহজ ও বন্ধুন্তপূর্ণভাবে মামলা নিস্পত্তির প্রয়োজনীয়তার কথা স্বীকার করে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (সিজেআই) বি আর গভাই এবং প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে মিডিয়েশন ফর দ্য নেশন-এর উদ্যোগ শুরু হয়েছে। এই কর্মসূচি ১ জুলাই থেকে শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এই প্রচারের অধীনে, জেলা আদালত এবং হাইকোর্টে বিচারাধীন মামলাগুলি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করা হবে।এর মূল উদ্দেশ্য হল, জনগণের জন্য ন্যায়বিচারের পথ সুগম করা এবং আদালতের উপর থেকে চাপ কমানো।





