eaibanglai
Homeএই বাংলায়প্রধানমন্ত্রীর দুর্গাপুর সফর সফল করতে অভিনব উদ্যোগ দলীয় বিধায়িকার

প্রধানমন্ত্রীর দুর্গাপুর সফর সফল করতে অভিনব উদ্যোগ দলীয় বিধায়িকার

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: বিহারের নির্বাচনী প্রচারের শেষে আগামী ১৮ ই জুলাই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সভাটিকে সফল করে তোলার জন্য ইতিমধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে সভার সমর্থনে শুরু হয়েছে দেওয়াল লিখন। চলছে দলীয় স্তরে বৈঠক। ঠিক তখনই অভিনব পদ্ধতিতে প্রচার ও জনসংযোগ করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

আসানসোলের হিরাপুর বাজার থেকে শুরু করে রেলের কামরা পর্যন্ত সাধারণ মানুষের হাতে তিনি আমন্ত্রণ পত্র তুলে দিচ্ছেন। তারপর হাত জোড় করে প্রত্যেককে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থেকে সভাটিকে সফল করে তোলার জন্য অনুরোধ করছেন। অগ্নিমিত্রা পাল বলেন, প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য গর্বের মুহূর্ত। এই সুযোগে আমরা সকলে একত্রিত হয়ে তাঁর সফরকে স্মরণীয় করে তুলব। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট উদ্দীপনা দেখা যাচ্ছে। নিরাপত্তা থেকে শুরু করে জনসাধারণের সুবিধার জন্য স্থানীয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments