নিজস্ব সংবাদদাত,দুর্গাপুরঃ- “সবুজ বাঁচাও,সবুজ দেখাও,সবুজের মাঝে বিবেক জাগাও।” এই বার্তাকে সামনে রাখেই এইবছর বনমহোৎসব পালন করেছে রাজ্যের বনদপ্তর। ১৪ জুলাই থেকে ২০ জুলাই রাজ্য়জুড়ে পালিত হচ্ছে বনমহোৎসব। বৃহস্পতিবার কাঁকসার গোপালপুর বিট অফিসে পালিত হল বনমহোৎসব কর্মসূচি। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, বিডিও পর্ণা দে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নব কুমার সামন্ত, দুর্গাপুর বনাঞ্চলের বানাধিকারী সুদীপ বন্দ্যোপাধ্যায়, গোপালপুরের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি, উপপ্রধান গণেশ মণ্ডল, তৃণমূল নেতা রাজেশ কোনার প্রমূখ। সকলে চারা গাছ রোপন করে বনমহোৎসব কর্মসূচি পালন করেন।
এদিন মহকুমা শাসক বলেন, “বনমহোৎসব কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষকে প্রকৃতি নিয়ে সচেতন করা হচ্ছে। দুর্গাপুর জুড়ে ছোট ছোট অনুষ্ঠান করে বৃক্ষরোপণ করা হচ্ছে, দুর্গাপুরকে দুষণমুক্ত সবুজ করে গড়ে তোলার লক্ষ্যে।”





