eaibanglai
Homeএই বাংলায়নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে হাওড়ায় বৃক্ষরোপণ

নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে হাওড়ায় বৃক্ষরোপণ

সঙ্গীতা কর, বাগনান, হাওড়া -: সবুজায়ন ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাগনান নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে হাওড়ার বাগনান-১ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকায় পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। ২৫ টি সুপারী চারাগাছ রোপণ ও সংরক্ষণ করার পাশাপাশি নতুনপল্লী কাছাড়ীপাড়া জুনিয়র হাইস্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শতাধিক চারাগাছ। শুধু চারাগাছ রোপণ নয় সেগুলি নিয়মিত পরিচর্যা করারও পরামর্শ দেওয়া হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নয়ন হালদার, বাগনান-১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পঞ্চানন দাস, প্রাক্তন প্রধান আব্দুল মান্নান, পঞ্চায়েত সদস্যা অনিন্দিতা মাইতি, পঞ্চায়েত সদস্য নবাব মল্লিক, বাংলার মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী, প্রাক্তন উপপ্রধান তরুণ পাল সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। সংস্থার পক্ষ থেকে অতিথিদের বরন করেন তপতী দাস, কেয়া চক্রবর্তী ও পৌলভি মিশ্র।

অনুষ্ঠানে প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে বৃক্ষরোপণের সাথে সাথে সেগুলি পরিচর্যা ও রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করেন।

সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু বললেন, দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণ করা ও সেগুলি পরিচর্যা করা খুবই জরুরি। তাই আমরা আমাদের সীমিত সামর্থ্যকে পাথেয় করে নিয়মিত বৃক্ষরোপণ ও সেগুলি পরিচর্যা করে থাকি। তিনি এলাকাবাসীকে তাদের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments