সংবাদদাতা,দুর্গাপুরঃ- সরকারি মূল্যে বিভিন্ন স্কুল এবং সাধারণ মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনীয় শাকসবজি পৌঁছে যাবে এবার থেকে। দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর ব্লকে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে এই ন্যায্য মূল্যের কাঁচা শাকসবজি । সাধারণ মানুষের সুবিধার্থে বৃহস্পতিবার সুফল বাংলা স্টলের উদ্বোধন করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভার কৃষি সমবায় সমিতি দ্বারা এই গাড়িটি পরিচালিত হবে।
সুফল বাংলা স্টলের উদ্বোধন প্রসঙ্গে এদিন বিধায়ক বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী কোন ঠান্ডা ঘরে বসে কথা বলেন না, প্রান্তিক মানুষের কথা তিনি চিন্তা করেন। তাই এবার পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের প্রতিটি বাড়িতে সরকারি ন্যায্য মূল্যে শাকসবজি পৌঁছে যাবে।”





