সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে ডোমদোহায় সিআইএসএফ (কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী) জওয়ানের হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করল রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।
প্রসঙ্গত, গত ২৩শে এপ্রিল দুষ্কৃতীর ছোড়া গুলিতে রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডোমদোহা উপরডাঙ্গা এলাকায় এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছিলো। মৃত জওয়ানের নাম সুনীল পাসওয়ান, তিনি ঝাড়খণ্ডের মেহিজাম বাড়ুই পাড়ার বাসিন্দা ছিলেন। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ও স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে রাহুল গুপ্তা নামে এক অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ এবং ঝাড়খণ্ডের মেহিজাম আম্বেদকর নগরে ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে খুনের সময় ব্যবহৃত পোশাকটিউদ্ধার করে। এরপরই পুলিশ জানতে পারেন মেহিজাম থানার একটি খুনের মামলায় সে জামতাড়া জেলে বন্দি রয়েছে। এরপরই ওই দুষ্কৃতীকে হেফাজতে পেতে পদক্ষেপ নেয় রূপনারায়ণ থানার পুলিশ এবং তাকে শোন অ্যারেস্ট করে ১০ দিনের ট্রানজিট রিমান্ডে আসানসোল নিয়ে আসে। শুক্রবার তাকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
অন্যদিকে সিআইএসএফ জওয়ানের খুনের ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনায় জড়িতদের বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।





