সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- স্কুল প্রাঙ্গণে বিদ্যুতের খোলা তার ঘিরে আতঙ্ক ছড়াল আসানসোলের সালানপুর থানার আছড়ার রায় বলরাম গার্লস হাইস্কুলে। স্কুলসূত্রে জানা গেছে গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে স্কুল প্রাঙ্গণে জল জমে যায়। সেই জল নিষ্কাশনের জন্য একটি নালা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মাটি খননের সময় মাত্র ছয় ইঞ্চি গভীরতায় একটি মোটা বিদ্যুৎ তার বেরিয়ে আসে। নালা খোঁড়ার কাজ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। ঘটনায় উদ্বিগ্ন স্কুলের প্রধান শিক্ষিকা তৎক্ষণাৎ রূপনারায়নপুর বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানান এবং অনুরোধ করেন বিদ্যুৎ তারটি মাটির আরও গভীরে স্থানান্তর করার। যাতে নালা নির্মাণের কাজে কোন বাধা না আসে। কিন্তু প্রধান শিক্ষিকার অভিযোগ, স্টেশন ইনচার্জ সমস্যার সমাধানের পরিবর্তে উল্টো তাঁদের ওপর ক্ষতিপূরণের দাবি তুলেছেন এবং জেল-হাজতের হুমকি দিয়েছেন। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ হতাশ ও ক্ষুব্ধ হয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হন এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।
এরপরই শুক্রবার সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল এবং সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র স্কুল পরিদর্শন করেন এবং সমস্যার বিষয়ে বিশদে শোনেন। তাঁরা স্কুল কর্তৃপক্ষকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
মাটির এত কম গভীরতায় বিদ্যুৎ তার থাকা শুধু নির্মাণ কাজের জন্যই নয়, স্কুলের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মীদের নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকির কারণ বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকরা। বিশেষ করে বর্ষাকালে এই ধরনের তার থেকে বড়সড় বিপদের সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন। সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সকলে। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ব্লক প্রশাসন এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আলোচনা শুরু করেছে।





