eaibanglai
Homeএই বাংলায়জেলা প্রশাসনের পাশাপাশিউদ্ধারকারী দলের সদস্যদের সম্বর্ধনা দিল জামুড়িয়া ব্লক সমিতি

জেলা প্রশাসনের পাশাপাশিউদ্ধারকারী দলের সদস্যদের সম্বর্ধনা দিল জামুড়িয়া ব্লক সমিতি

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: সম্প্রতি রাজ্য পুলিশের সপ্তম ব্যাটেলিয়ানের উদ্ধারকারী দল ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের তৎপরতায় প্রাণ বাঁচে জামুড়িয়ায় অজয় নদীর মাঝখানে নৌকায় আটকে থাকা মাঝি সহ ১৬ জন যাত্রীর। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১৪ ই জুলাই উদ্ধার অভিযানে থাকা দুটি দলের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়। আসানসোলে জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই সম্বর্ধনা সভায় প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে শংসাপত্র। এরপরই শুক্রবার স্থানীয় ব্লক স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনীর বেশ কয়েকজন তরুণ তুর্কিকেও জামুরিয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণালোক ঘোষ, জয়েন্ট বিডিও এম ডি নাজিমুল ইসলাম মোল্লা, জামুরিয়া পঞ্চায়েত সমিতি সভাপতি ইন্দিরা বাদ্যকর, সহ-সভাপতি সিদ্ধার্থ রানা, চুরুলিয়া আইসি সুশোভন ব্যানার্জি, শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ সহ অন্যান্য আধিকারিকরা। উদ্ধারকার্যের সঙ্গে যুক্ত প্রত্যেকের ভূয়সী প্রশংসা করে জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর বলেন, এরা প্রত্যেকেই আমাদের গর্ব। এদের তৎপরতা ও দক্ষতার জন্য এতগুলো অমূল্য প্রাণ রক্ষা পেল।যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিপর্যয় মোকাবিলার দল বাগডিহা – সিদ্ধপুর অজয় ঘাটে নৌকায় আটকে পড়া বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করে, তাতে আমরা খুবই খুশি। সেই কারণেই তাদের কাজে খুশি হয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লক স্তরের বেশ কয়েকজন ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যদের যারা সেদিন ওই ঘটনাস্থলে উপস্থিত থেকে দীর্ঘ কয়েক ঘন্টা যুদ্ধ কালীন তৎপরতার সাথে কাজ করেছেন তাদের সম্বর্ধনা দেওয়া হল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments