নিজস্ব সংবাদদাতাঃ- দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের কাঁকসা ব্লকের কালীগঞ্জের খ্রিস্টান পল্লীর অম্বিকা সিটি আবাসন এলাকায়। বাড়ির কলাপসিবল গেটের তালা ভাঙা সোনা রুপোর গহনা ও নগদ সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল।
জানা গেছে মুম্বাইয়ে থাকেন আবাসনের মালিক বিপ্লব আঙ্কুরি এবং অন্যত্র থাকেন আরেকটি আবাসনের মালিক প্রদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান কলাপসিবল গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে পড়ে আছে ঘরের জিনিসপত্র। খবর দেওয়া হয় কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশকে।
স্থানীয়দের অভিযোগ আবাসন কর্তৃপক্ষের বাউন্ডারি ওয়াল দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে এই পাঁচিল দেওয়া নিয়ে ঝামেলা চলছে। এদিকে আঁধার নামলেই ঘুরছে চোরের দল। সুযোগ পেলেই সাফ করে দিচ্ছে ফাঁকা বাড়ি।
ঘটনা খতিয়ে দেখে তদন্ত নেমেছে মলানদিঘী ফাঁড়ির পুলিশ। সিসিটিভি ফুটেজে দুই দুষ্কৃতীর ছবি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ।





