সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাঁকুড়ার জঙ্গলমহল থেকে কলকাতা পর্যন্ত বেসরকারি বাস পরিষেবা চালু হল। ঝিলিমিলি-কলকাতা এই বাস পরিষেবার ফলে জঙ্গলমহলের বাস যাত্রী থেকে শুরু করে মুকুটমণিপুর ও জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদেরও সুবিধা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ।
গত বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়ার পাম্প মোড়ে এই বেসরকারি বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানিবাঁধের বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিদিন ভোর চারটে চল্লিশে-এ ঝিলিমিলি থেকে কলকাতার উদ্দেশ্যে বাস রওনা দেবে । খাতড়া থেকে বেরিয়ে যাবে ভোর পাঁচটা পঁচিশ নাগাদ। আবার কলকাতা থেকে ফেরার বাস ছাড়বে বিকেল তিনটে পঞ্চাশ নাগাদ। অগ্রিম সিট বুকিংয়ের কাউন্টার খাতড়াতে রয়েছে। পাশাপাশি ফোন কলের মাধ্যমেও সিট বুকিং করা যাবে। যাত্রীদের জন্য ওয়াইফাই, এসি, স্লিপার কোচের সুবিধা রয়েছে।
ঝিলিমিলি থেকে কলকাতা যাতায়াত খরচ পড়বে ৩০০ টাকা। খাতড়া থেকে কলকাতা যাতায়াত খরচ পড়বে ২৫০ টাকা। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে প্রতিবন্ধীদের জন্য। তাছাড়াও দুঃস্থ রোগী, রোগীর আত্মীয় ও দুঃস্থ রোগীদের সাহায্যের জন্য যেসব যাত্রীরা কলকাতা যাবেন, উপযুক্ত প্রমাণে বিনা খরচে তাদের নিয়ে যাওয়া হবে বলে জানায় বাস কর্তৃপক্ষ।





