রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: ওদের কেউ জন্মান্ধ, কেউবা বিভিন্ন কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন। কারণ যাইহোক দৃষ্টিশক্তি হারিয়ে মুহূর্তের মধ্যে ওদের চারপাশটা অন্ধকার হয়ে ওঠে। ‘অন্ধের যষ্ঠি’ একটা লাঠি হয়ে ওঠে তাদের শেষ সম্বল। বহু কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে সেই লাঠিটা নিয়েই তারা চলাচল করে। তাদের এই দুঃখময় জীবনের কষ্ট অনুভব করে তার কিছুটা লাঘব করতে এগিয়ে এলেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আয়ুশ। সে তার বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আবিস্কার করলেন ‘বিপ’ শব্দযুক্ত এমন একটি লাঠি যেটি একজন দৃষ্টিহীন মানুষকে কিছু বিপন্মুক্ত হয়ে হাঁটতে সাহায্য করবে। আসলে এই লাঠি নিয়ে হাঁটার সময় সামনে কোনও বাধা থাকলে লাঠিটি থেকে ‘বিপ’ সংকেতবাজতে শুরু করবে। ফলে সংশ্লিষ্ট ব্যক্তি থেমে যাবে এবং বিপদের হাত থেকে রক্ষা পাবে।
বার্ণপুরের শাস্ত্রীনগরের বাসিন্দা আয়ুশ কুমার ভগত বললেন, কলেজ থেকে তাকে নতুন কিছু করার জন্য একটি প্রকল্প দেওয়া হয়। অনেক চিন্তাভাবনা করার পর তিনি দৃষ্টিহীনদের জন্য এই আধুনিক স্মার্ট লাঠিটি তৈরি করেন। ইলেকট্রনিক গ্যাজেটের পাশাপাশি এতে কোডিংও করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা অতিরিক্ত সুযোগ পাব। তার কাছে জানা গেল লাঠিটি তৈরি করতে ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আরও বললেন, লাঠিটি তৈরি করতে তাকে সুশান্ত ওরভ ও দেবজিৎ সিংহ সহযোগিতা করেছে।





