সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নদীতে স্নান করতে নেমে বাবা-ছেলের একসঙ্গে মৃত্যু। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ের কাছে। মৃতেরা হলেন অনিল কুমার হরিজন ( ৫০) ও অমন হরিজন (১৭)।
ঘটনা সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির অদূরে নুনিয়া নদীতে স্নান করতে গিয়েছিলেন অনিল কুমার ও তার ছেলে। বিকেলের পরেও তারা বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা তাদের খোঁজ শুরু করেন। বেশ কিছুক্ষন খোঁজাখুজির পর তারা দেখতে পান নুনিয়া নদীর চাষী ঘাটে বাবা ছেলের মোবাইল ফোন, জামা কাপড় ও চটি রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও স্থানীয়দের সাহায্য়ে নদীতে তল্লাশি চালায়। কিন্তু সন্ধ্যা নেমে গেলেও বাবা-ছেলের খোঁজ মেলেনি। অবশেষে শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার সিভিল ডিফেন্সের ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিরা নদীতে স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু করেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর নদীর ধারে পাথরের খাঁজ থেকে বাবা ছেলের দেহ উদ্ধার হয়। এদিন আসানসোল জেলা হাসপাতালে দুজনের মৃতদেহর ময়নাতদন্ত হয়।





