eaibanglai
Homeএই বাংলায়ধর্ম আর দেশপ্রেমের মিলনে অভিনব যাত্রা

ধর্ম আর দেশপ্রেমের মিলনে অভিনব যাত্রা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভক্তি মিলিয়ে দিল ধর্ম আর দেশপ্রেমকে। তাই বাবা ভোলেনাথের প্রিয় মাস শ্রাবণে জাতীয় পতাকা নিয়ে দণ্ডী কেটে বাবাধাম তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা রানীগঞ্জের বক্তারনগরের যুবক সৌরভ পালের। যাত্রা পথের ঝড়, বৃষ্টি কিংবা রোদ্দুর-কোনকিছুই থামাতে পারছে না সৌরভকে। তাঁর অঙ্গীকার রাঢ়বঙ্গের মাটিতে দণ্ডী কেটে তাঁকে ১৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছতে হবে তারকেশ্বর, মহাদেবের চরণে। তবে এই প্রথমবার নয়, এর আগেও দুবার তারকেশ্বরে গেছেন সৌরভ, পায়ে হেঁটে ও বাইকে করে।

বৃহস্পতিবার সকালে রানীগঞ্জ থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে দণ্ডী কেটে তপস্যা যাত্রা শুরু করেছেল সৌরভ। এই মহৎ উদ্দেশ্যে তাঁর সাথে রয়েছেন দুই সঙ্গী। তাঁরাও কাঁধে কাঁধ মিলিয়ে ভোলেবাবার এই ভক্তের উদ্দেশ্য সফল করতে বদ্ধ পরিকর। ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দণ্ডী কেটে কেটে যাত্রা পথে সৌরভ ও তাঁর দুই সঙ্গী শুক্রবার সন্ধ্যায় পৌঁছন দুর্গাপুরের দুবচুরুরিয়া এলাকায়। গ্রামের মানুষজন আন্তরিকভাবে তাঁদের স্বাগত জানান ও পাশে দাঁড়ান। এদিন এলাকার এক শিবমন্দিরে আশ্রয় নিয়ে রাত্রিযাপন করেন বাবার ভক্তরা। শনিবার ভোর হতেই ফের যাত্রা শুরু করেন তাঁরা।

ধর্ম আর দেশপ্রেমের মিলন ঘটিয়ে এই অভিনব যাত্রা প্রসঙ্গে সৌরভ জানান, “চারিদিকে হিন্দুত্ব নিয়ে নানা বিতর্ক চলছে। এই বিভ্রান্তির সময়ে আমি চাই মানুষের মধ্যে হিন্দুত্বের প্রকৃত বার্তা পৌঁছে দিতে। আমি শিবভক্ত, অন্তর থেকে ভোলেনাথের ভক্ত। তেমনই দেশ তথা দেশমাতাকে ভালোবাসি। তাই জাতীয় পতাকা হাতে নিয়ে দণ্ডী কেটে ১৬০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি। পথে পথে হিন্দু ধর্মের শক্তি ও ঐতিহ্য প্রচার করছি ও দেশকে ভালোবাসার বার্তা দিচ্ছি। মানুষ খুব সহযোগিতা করছেন, এটাই আমার প্রেরণা।”

ইষ্টের প্রতি প্রতিভালোবাসা ও দেশপ্রেম কোথাও মিলেমিশে এক হয়ে গেছে শিব ভক্ত সৌরভ পালের কাছে। তাই ধর্ম আর দেশপ্রেমের মিলনে এই অভিনব যাত্রা অভিভূত করছে তাঁর যাত্রাপথের পথিকদেরও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments