eaibanglai
Homeএই বাংলায়কাঁকসায় অজয়ের সেতুর উদ্বোধনের তোড়জোড়, প্রশাসনিক তৎপরতা

কাঁকসায় অজয়ের সেতুর উদ্বোধনের তোড়জোড়, প্রশাসনিক তৎপরতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমানের কাঁকসায় অজয়ের উপর নবনির্মিত সেতুর উদ্বোধন হতে চলেছে চলতি মাসের ২৯ তারিখ। সেতুর ভার্চুয়াল উদ্বোধন করবেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই সেতু পশ্চিম বর্ধমান ও বীরভূম দুই জেলাকে জুড়বে।

এদিকে সেতু উদ্বোধনের আগে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা প্রশাসনে। শনিবার নবনির্মিত সেতু পরিদর্শন করেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নামবলাম এস। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, গোলসির বিধায়ক নেপাল ঘোড়ুই, কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যসহ বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা। জেলাশাসক সেতুর কাজ খতিয়ে দেখেন। কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে, সে বিষয়েও ট্রাফিক পুলিশের আধিকারিকদের সাথে আলোচনা করেন।

এদিন জেলাশাসক জানান, স্থায়ী সেতু এবং সেতুর সংযোগকারী রাস্তা নির্মিত হয়েছে পূর্ত দপ্তর থেকে। সেতু এবং সংযোগকারী রাস্তার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল উদ্বোধনের জন্য তৈরি হবে মঞ্চ। জনপ্রতিনিধিরা, স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন।

অন্যদিকে বীরভূমের দিক থেকে এই সেতু হয়ে যে সব ট্রাক, বাস বা গাড়ি মুচিপাড়া দিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কে উঠবে, তাদের ভোগান্তির মুখে পড়তে হবে বলে অভিযোগ। কারণ মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের উচ্চতায় অনেকটাই কম ।

এদিন মুচিপাড়ার জাতীয় সড়কের নিচু উড়ালপুল প্রসঙ্গে জেলাশাসক বলেন, “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ট্রাফিক)-এর সাথে এবিষয়ে কথা হয়েছে। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগকে সঙ্গে নিয়ে আলোচনা করব। সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা চলছে।”

অন্যদিকে দীর্ঘদিনের দাবী মেনে অজয়ের সেতুটি অবেশেষে তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ। তাদের দাবি এতে যোগাযোগের সুবিধা হবে। অন্যদিকে এই সেতুর ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও সহজ হওয়ায় ব্যবসা-বাণিজ্যের আরও উন্নতি হবে বলেই আশা ওয়াকিবহাল মহলের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments