সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র দুষ্কৃতী দৌরাত্ম্য। বন্দুক দেখিয়ে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। শনিবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার ফতেপুরের অদূরে সাতাইশা এলাকায় ঘটনাটি ঘটেছে। আতঙ্কিত হয়ে পড়েছেন শিল্পাঞ্চলের ব্যবসায়ীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে আসানসোলের কুলটি নিয়ামতপুরের আটা ও চাল ব্যবসায়ী রাকেশ জুলানিয়ারের দুই কর্মী টাকা কালেকশন করে মোটরবাইক করে ফিরছিলেন। এমন সময় মোটরবাইক করে আসা অস্ত্রধারী দুই দুষ্কৃতী আসানসোলের জিটি রোডের ফতেপুরের অদূরে তাদেরকে আটকায়। এক দুষ্কৃতী বন্দুক তাক করে ব্যবসায়ীর কর্মীদের থেকে টাকার ব্যাগটি চায়। কিন্তু প্রথমে তারা তা দিতে না চাওয়ায় বন্দুক থেকে এক রাউন্ড গুলি চালায় বলে জানা গেছে। এরপরেই দুই কর্মীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গেছে, ওই ব্যাগে প্রায় ১১ লক্ষ ৬ হাজার টাকা ছিল।
অন্যদিকে ঘটনার তদন্তে নেমে ব্যবসায়ীর দুই কর্মীর সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।





