নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় কংগ্রেস ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র নির্বাচন অনুষ্ঠিত হল সাফল্যের সঙ্গে। নির্বাচনে সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভি সঞ্জিবা রেড্ডি। কার্যকরী সভাপতি হয়েছেন মনিলাল সিনহা, এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার দত্ত। এছাড়াও সহ-সভাপতি, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য সহ একাধিক পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
রবিবার নবনির্বাচিত এই কমিটিকে নিয়ে দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন আইএনটিইউসি-র রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার। এই সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি কামার শ্রমিক স্বার্থে লড়াই জারি রাখার বার্তা দিয়ে বলেন, “শ্রমিকদের স্বার্থ, অধিকার এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য আইএনটিইউসি সবসময় লড়াই চালিয়ে যাবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে। শ্রমিকদের স্বার্থে আমরা কোনও আপস করব না। যে কোনও পরিস্থিতিতে তাঁদের পাশে থাকবে আইএনটিইউসি।”
এদিনের বৈঠকে সভাপতির সঙ্গে ছিলেন আইএনটিইউসি-র বরিষ্ঠ নেতা রঘুনাথ পান্ডে, জেলা সভাপতি সুভাষ সাহা, এবং অন্যান্য নেতৃবৃন্দ — রজত দীক্ষিত, রানা সরকার প্রমুখ।





