eaibanglai
Homeএই বাংলায়শিক্ষা দপ্তরের পর এবার মহকুমা হাসপাতালে ২১জুলাইয়ের ফ্লেক্স, বিতর্ক

শিক্ষা দপ্তরের পর এবার মহকুমা হাসপাতালে ২১জুলাইয়ের ফ্লেক্স, বিতর্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিক্ষা দপ্তরের পর এবার, ঠিক একই চিত্র ধরা পড়ল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ২১জুলাইয়ের কর্মসূচি। তবুও সরকারি হাসপাতালের গেটে এখনও ঝুলছে শাসকদলের দলীয় ফ্লেক্স। রবিবার সকালে বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল তাঁর ফেসবুক প্রোফাইলে সেই ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় জরুরি বিভাগের প্রবেশদ্বারে ঝুলছে তৃণমূলের একুশে জুলাইয়ের ফ্লেক্স। ছবি পোস্ট করে কটাক্ষ করে বিজেপি নেতা লিখেন, “এটা তৃণমূল কার্যালয় না মহকুমা হাসপাতাল?” যা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

এদিকে সরকারি হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় কীভাবে এতদিন ধরে দলীয় ফ্লেক্স টাঙানো রইল, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে । বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল বলেন,”রাজ্যের সরকার এতটাই দেউলিয়া হয়ে গেছে যে সরকারি দপ্তর আর তৃণমূলের ভবন কোনগুলি সেগুলি গুলিয়ে দিচ্ছে। শিক্ষা দপ্তরে হোক বা সরকারি হাসপাতালে সব জায়গাতেই রাজনৈতিক ব্যানার ঝুলছে। বোঝা যাচ্ছে কি অবস্থা রাজ্যের।”

প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন মাজি অবশ্য সরকারি হাসপাতালে দলীয় কর্মসূচির ফ্লেক্স টাঙানোর বিষয়টি স্কীকার করে নিয়ে বিষয়টি একেবারেই উচিৎ হয়নি বলে জানিয়েছেন। এমনকি কে বা কারা এই ফ্লেক্স টাঙিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। তবে ফ্লেক্সের বিষয়টি সুপারের নজর কীভাবে এড়ালো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments