eaibanglai
Homeএই বাংলায়রাঢ়েশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে অসুস্থ ভক্ত

রাঢ়েশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে অসুস্থ ভক্ত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের প্রাচীন রাঢ়েশ্বর শিব মন্দিরে শিবরাত্রি ও শ্রাবণমাসে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ঢল নামে। প্রতি বছরই এই দুই বিশেষ সময়ে দূর দূরান্ত থেকে ভক্তরা এই শিব মন্দিরে পৌঁছন বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে। এবারও তার ব্য়তিক্রম হয়নি। শ্রবাণ মাসের দ্বীতায় সোমবার শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় জমে মন্দিরে। তারই মধ্যে হঠাৎ এক যুবক ভক্ত অসুস্থ হয়ে পড়লে সাময়িক চাঞ্চল্য তৈরি হয় মন্দির চত্বরে। মন্দির চত্বরে থাকা অস্থায়ী স্বাস্থ্য শিবিরের কর্মীরা তড়িঘড়ি ওই ভক্তকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দেন।

জানা গেছে সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বন্ধুদের সাথে অজয় নদ থেকে বাঁকে করে জল নিয়ে রাঢ়েশ্বর শিব মন্দিরে জল ঢালতে পৌঁছন দুর্গাপুরের ঝর্ণা পল্লীর সূর্য পাত্র। জল নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। হঠাৎ তার খিঁচুনি শুরু হয়, তারপরেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মন্দির চত্বরে চলছিল বৈদিক চেতনা ফাউন্ডেশন এবং ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির। চিকিৎসকরা এবং সংগঠনের সদস্যরা ওই যুবককে তুলে অস্থায়ী স্বাস্থ্য শিবিরের নিয়ে চিকিৎসা শুরু করেন, কিন্তু অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments