eaibanglai
Homeএই বাংলায়'রাষ্ট্রীয় অশোকা সম্মান' পাচ্ছেন বাঁকুড়ার স্কুলের প্রধান শিক্ষক

‘রাষ্ট্রীয় অশোকা সম্মান’ পাচ্ছেন বাঁকুড়ার স্কুলের প্রধান শিক্ষক

সংবাদদাতা, বাঁকুড়াঃ– এবছর জাতীয় পুরস্কারে সম্মানিত হতে চলেছেন বাঁকুড়ার রাইপুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জী। শিক্ষা ও সমাজ কল্যাণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন তিনি। আগামী ৩১ জুলাই দিল্লীতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে ওই পূরস্কার তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাইপুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কৌশিক চ্যাটার্জী যোগ দেওয়ার পর শিক্ষা, ক্রীড়া ও পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে এই স্কুল। এছাড়াও ২০২১ সাল থেকে টানা চারবার মাধ্যমিকের সাঁওতালী বিভাগে প্রথম স্থান অধিকার করেছে এই আবাসিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।

তবে এই প্রথমবার নয়, নিজের কার্যক্ষেত্রে অবদানের জন্য ইতিপূর্বে ২০১৩ সালে ইউনিসেফ প্রদত্ত শিশু মিত্র ও ২০২১-এ রাজ্যের শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। এবার ওই তালিকায় নবতম সংযোজন হতে চলেছে ‘রাষ্ট্রীয় অশোকা সম্মাণ’।

প্রসঙ্গত, শান্তি, সমাজ কল্যাণ, ন্যায় বিচার, শিক্ষা ও জনসচেতনতা প্রসারে বিশেষ অবদান রাখা ১১ জন ব্যক্তিকে প্রতি বছর ‘রাষ্ট্রীয় অশোকা সম্মানে’ সম্মানিত করা হয়। এবার শিক্ষক কৌশিক চ্যাটার্জীর হাত ধরে দেশের মানচিত্রে উঠে এল বাঁকুড়ার জঙ্গল মহলের নাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments