eaibanglai
Homeএই বাংলায়অতিরিক্ত বালি বোঝাই গাড়ি রুখতে পথে জেলা পরিষদের সভাধিপতি

অতিরিক্ত বালি বোঝাই গাড়ি রুখতে পথে জেলা পরিষদের সভাধিপতি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউৎখন্ড পঞ্চায়েত এলাকায় কুম্ভস্থল থেকে হেতিয়া পর্যন্ত রাস্তার উপর কুন্দপুষ্করিনী এলাকায় সারি সারি দাঁড়িয়ে থাকা ওভারলোড বালির গাড়ি ঘিরে বিতর্ক তৈরি হতে বিষয়টি নিয়ে তৎপরতা দেখালেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার অভিযান চালান তিনি। তলব করা হয় স্থানীয় থানার ওসি এবং বিএলএলআরও কেও।

এদিনের অভিযান প্রসঙ্গে সভাধিপতি বলেন, “বালির স্টক থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বালি গাড়ি ওজন হয়। এই ৩ কিলোমিটার রাস্তা ওভারলোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তার অবস্থা বেহাল হচ্ছে। ওজন মেশিনের জায়গাতেও দুর্নীতির অভিযোগ রয়েছে। অতিরিক্ত বালি খালি করে বিনা চালানে বিক্রিরও অভিযোগ উঠছে। এই বিষয়গুলি খতিয়ে দেখতেই এই অভিযান।” যদিও বিএলএলআরও দাবি করেন এই বিষয়গুলি দেখার দায়িত্ব মূলত স্থানীয় পঞ্চায়েতের।

অন্যদিকে স্থানীয় গ্রামবাসীরাও এদিন অতিরিক্ত বালি বোঝাই গাড়ি চলাচাল নিয়ে ক্ষোভ উগরে দেন। তাঁরা জানান, স্কুল চলাকালীন সময়ে ওভারলোড গাড়ি চলাচলের ফলে ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধা হয়, দুর্ঘটনার আশঙ্কা থাকে। এমনকি গর্ত ও জলকাদা ভর্তি বেহাল রাস্তার জন্য ভারী গাড়ি যাতায়াতকেই দায়ী করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ বালি মাফিয়া ও প্রশাসনের যোগসাজশেই রমরমিয়ে চলেছে এই অবৈধ বালি পাচার।

অন্যদিকে, বিরোধী বিজেপিও বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি, সুজিত অগস্থি কটাক্ষের সুরে বলেন, “সভাধিপতি এই ব্যবসা থেকে আর্থিক ভাগ পাচ্ছেন না বলেই হয়তো এবার অভিযান চালাতে বাধ্য হয়েছেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments