নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বৃষ্টিভেজা শহরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন শহরের বেনাচিতি বাজারে রীতিমতো ঘুরে বেড়াতে দেখা গেল তাঁকে। দিলেন গরম চায়ে চুমুক। সারলেন বাজার। কথা বললেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে।
বাজারে মূলত ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনেন রাজ্যপাল। শেষে ক্রেতাদের তিনি চকলেটও উপহার দেন। রাজ্যপাল বলেন, ‘অনেক সময়ে সঠিক খবর পাওয়া যায় না। জনসাধারণের সঙ্গে কথা বলতে বাজারে এসেছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতা জানলাম। আমি চাই রাজভবন জনগণের ভবন হোক।’
তবে শুধু কথাবার্তা নয় বেনাচিতি বাজার ঘুরে দেখার পাশাপাশি টাকা দিয়ে বাজার থেকে বরবটি, টমেটো, পেঁয়াজও ইত্যাদি সবজিও কেনেন রাজ্যপাল। অন্যদিকে স্বয়ং রাজ্যপালকে এত সামনে থেকে দেখে রীতিমতো আপ্লুত হন বাজারে আসা ক্রেতা বিক্রেতারা।
প্রসঙ্গত, কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবার দুদিনের রাজ্য সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। রাজ্য সফর শেষে শুক্রবার তিনি দুর্গাপুর হয়ে ঝাড়খণ্ডের ধানবাদে যান। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিমানবন্দরে তাঁর সাথে কুশল বিনিময় করেন রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক। সেখান থেকে সোজা বেনাচিতি বাজারে পৌঁছে যান রাজ্যপাল।





