eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে আবারও জাতীয় সড়কে ধস

আসানসোলে আবারও জাতীয় সড়কে ধস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আবারও জাতীয় সড়কে ধস। এর আগে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটে। সেই ধসে জাতীয় সড়কের একটি লেনে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এই ঘটনার ঠিক কয়েকদিন পরে, আসানসোল থেকে এথোড়া যাওয়ার রাস্তায় ১৯ নম্বর জাতীয় সড়কে একই রকম ভাবে ধসের ঘটনা ঘটে। পরপর এই দুই ধসের ঘটনার জের কাটতে না কাটতেই রবিবার ভোরবেলা আবারও একইভাবে ধসের ঘটনা ঘটলো। এই ধসে ১৯ নম্বর জাতীয় সড়কে এথোড়া মোড়ের কাছে সার্ভিস রোডে একটি বড় গর্তের সৃষ্টি হয়। যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।

ধসের খবর পেয়ে পুলিশ এবং ১৯ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এলাকা পরিদর্শন করেন। জাতীয় সড়কে বারবার কেন এমন ধসের ঘটনা ঘটছে তা জানতে চাইলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক রঞ্জিত চট্টোপাধ্যায় জানান, এই এলাকায় জাতীয় সড়কের নিচে দিয়ে জলের পিএইচইর পাইপলাইন রয়েছে। যে কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। পিএইচই-কে বিষয়টি জানানো হয়েছে এবং ওই বিভাগের ইঞ্জিনিয়ার বিষয়টি খতিয়ে দেখছেন। পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষও বিষয়টিও খতিয়ে দেখছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments