eaibanglai
Homeএই বাংলায়রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন

রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বেনাচিতি অঞ্চলের রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হল ২রা আগস্ট, বিদ্যালয় প্রাঙ্গণে সারাদিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে। সকাল থেকে সন্ধ্যা অবধি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগীত, আবৃত্তি,নৃত্য, ক্যারাটে, যোগাসন, চিত্র প্রদর্শন ইত্যাদি অজস্র আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট ব্যক্তিরা। কবি দত্ত (চেয়ারম্যান,এ. ডি.ডি.এ.), সৌরভ চট্টোপাধ্যায় (মহকুমা শাসক), রথীন মজুমদার (চেয়ারম্যান, ডি. পি.এস.সি.), দেবব্রত পাল (ডি. আই.), সুজন রায় (ভারপ্রাপ্ত শিক্ষক, আর.পি. বিবেকানন্দ বিদ্যাপীঠ), বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সুধাংশু শেখর চক্রবর্তী (সি.আই., দুর্গাপুর নর্থ), সুধাংশু রায় (ভারপ্রাপ্ত শিক্ষক, আর. পি. বিবেকানন্দ বিদ্যাপীঠ) প্রমূখ। এঁদের সকলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ব্লাড ডোনেশন ক্যাম্প চালু করা হয়েছিল, রক্তদান করেছেন অনেকেই। সবশেষে, কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান পরিবেশন করেন সত্য বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সমস্ত মানুষের জন্য মধ্যাহ্ন ভোজনের বন্দোবস্ত করা হয়েছিল। সমগ্র অনুষ্ঠানটি বিদ্যালয়ের পরিচালক মন্ডলী,শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষার্থী এবং সর্বস্তরের কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় সর্বাঙ্গ সুন্দর রূপ নিয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments