নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এনআইটি দুর্গাপুর ক্যাম্পাসকে আত্মনির্ভরশীল করতে নয়া উদ্যোগ। ক্যাম্পাসের বর্জ্য পণ্য পুনর্ব্যবহার করার উদ্দেশ্যে শ্রী কে.ই.এন. রাঘবন ইনস্টিটিউট চত্বরে হোস্টেল কর্মচারী এবং মেস কর্মীদের নিয়ে আয়োজিত হল বিশেষ কর্মশালা। ইনস্টিটিউটে উৎপন্ন রান্নাঘর বর্জ্য এবং কৃষি বর্জ্য ব্যবহার করে জৈব সার তৈরির পদ্ধতির উপর এই কর্মশালার আয়োজন করা হয়। সেখানে তিনি দেখান কিভাবে রান্নাঘরের বর্জ্য এবং কৃষি বর্জ্য ব্যবহার করে দেশীয় পদ্ধতি ব্যবহার করে জৈব সার তৈরি করা যায়।
মেস ওয়ার্ডেন এবং কর্মীরা এদিনের কর্মশালায় অংশগ্রহণ করে অত্যন্ত অনুপ্রানিত হন এবং রান্নাঘরের বর্জ্য এবং কৃষি বর্জ্যের ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনায় ইনস্টিটিউটকে স্বয়ংসম্পূর্ণ করতে সহায়তা করার প্রতিশ্রুতিবদ্ধ হন।
এদিন শ্রী কে.ই.এন. রাঘবন ইনস্টিটিউটের ওয়ার্ডেন, হল ম্যানেজার, তত্ত্বাবধায়ক এবং কর্মীদের জন্য ১৪ নম্বর হলে একটি ব্যবহারিক প্রশিক্ষণ সেশনও পরিচালনা করেন। শিক্ষা মন্ত্রকের উন্নত ভারত অভিযান কর্মসূচির অধীনে এই সেশন অনুষ্ঠিত হয়।
















