সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– চাকরি না পেয়ে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা জমিদাতা চাকরিপ্রার্থীর। স্থানীয়দের তৎপরতায় রক্ষা। কুলটির বিসিসিএলের জিএম অফিসে চাঞ্চল্য।
জানা গেছে, দামাগড়িয়া এলাকার সিভি এরিয়ার কয়লা খনির জন্য স্থানীয় জমিদাতাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিলো। সেই জমিদাতাদের মধ্যে ছিলেন সুশান্ত কাপুডি। অভিযোগ জমির বিনিময়ে তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি মেডিক্যাল পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়ার পর তাকে পোস্টিংও দেওয়া হয়েছিল। কিন্তু কোনো অজানা কারণে তিনি চাকরির নিয়োগপত্র পাননি। সুশান্তের অভিযোগ কোনও না কোনও কারণ দেখিয়ে তার চাকরিতে যোগদানে ইচ্ছাকৃতভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে।
বৃহস্পতিবার তিনি বিষয়টি নিয়ে জেনারেল ম্যানেজারের অফিসে যান। সেখানে বেশ কিছুক্ষণ কথা বলার পরে ওই যুবক হঠাৎ তার গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। আশেপাশের লোকেরা তার চিৎকার শুনে ছুটে যান কোনমতে তাকে রক্ষা করেন।
ঘটনা প্রসঙ্গে শ্রমিক সংগঠন এইচএমএসের এরিয়া সম্পাদক শুভাশীষ মুখোপাধ্যায় বলেন, এদিন জেনারেল ম্যানেজারের অফিসে যে ঘটনাটি ঘটেছে তার নিন্দা করা যথেষ্ট নয়। বিসিসিএল ও কয়লাখনি কর্তৃপক্ষকে ভাবতে হবে যে, যারা জমি দিচ্ছেন তাদের সমস্ত নথি যখন সঠিক, তখন জমির বিনিময়ে চাকরি পেতে কেন এত সময় লাগছে? এর পেছনে কি কারণ আছে।” যদিও এদিনের ঘটনায় বিসিসিএল ও এরিয়া ১২ র জিএমের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।





