নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুখ্যাত বিপণনী সংস্থা এক্সক্লুসিভ সিল্ক হাউসের উদ্যোগে গত চার বছর ধরে সাফল্যের সঙ্গে “বঙ্গ শারদ সুন্দরী” অনুষ্ঠিত হওয়ার পর এবছরও পঞ্চম বর্ষে আয়োজিত হতে চলেছে ক্রেতা বিক্রেতাদের নিয়ে এই অভিনব মেলবন্ধন অনুষ্ঠান। যেখানে বিপনীর ক্রেতারাও অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও অনুষ্ঠিত হবে বিশেষ ফ্যাশন শো বা র্যাম্প ওয়াক। যেখানে শহরের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত নারীরা হাঁটবেন।
সংস্থার কর্ণধার তথা অনুষ্ঠানের মূল উদ্য়োক্তা বব সেনগুপ্ত জানান এবছর নভেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুরে অনুষ্ঠিত হবে “বঙ্গ শারদ সুন্দরী”র গ্র্যান্ড ফাইনাল। তার আগে পুজোর মরশুমে কলকাতা সহ বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বোলপুর ও বর্ধমানের অনুষ্ঠিত হবে অডিশন। মূলত তিনটি বিভাগে মিসেস এবং মিস্টার ক্যাটাগরিতে এই অডিশন অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাছাইদের নিয়ে মূল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে দুর্গাপুরে।
রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক বৈঠকের করে এই সৌন্দর্য প্রতিযোগিতা সম্পর্কে জানান সংস্থার কর্ণধার বব সেনগুপ্ত। এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত গ্রুমার অনির্বাণ মহালনবিস সহ বিগত চার বছরের বিজয়ীরা।





