eaibanglai
Homeএই বাংলায়"হর ঘর তিরাঙ্গা" কর্মসূচি পালন এনআইটি দুর্গাপুরে

“হর ঘর তিরাঙ্গা” কর্মসূচি পালন এনআইটি দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২- ১৫ই আগস্ট দেশব্যাপী পালিত হচ্ছে “হর ঘর তিরঙ্গা” কর্মসূচি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার এই কর্মসূচিতে অংশ নিয়ে একটি দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করেছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুর। নানা কর্মসূচিতে ঘেরা এই অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় দেশপ্রেমের চেতনা।

এই কর্মসূচির অন্তর্গত ছিল জাতীয় পতাকার বিবতর্নের ইতিহাস নিয়ে “ওড টু দ্য স্পিরিট অফ তিরাঙ্গা” শীর্ষক একটি প্রদর্শনীর। প্রদর্শনীর পাশাপাশি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রঙীন তিরঙ্গা রঙ্গোলির মাধ্যমে দেশপ্রেম, গর্ব ও ঐক্যের বার্তা তুলে ধরেছিল।

এদিন সকালে, এনআইটি দুর্গাপুরের পরিচালক অধ্যাপক অরবিন্দ চৌবের নেতৃত্বে একটি তিরঙ্গা র‍্যালিরও আয়োজন করা হয়। এই তিরঙ্গা যাত্রায় রেজিস্ট্রার সঞ্জয় কুমার, ইনস্টিটিউটের বেশ কয়েকজন ডিন, অনুষদ সদস্য, কর্মী, ছাত্র এবং এনএসএস স্বেচ্ছাসেবকরা উৎসাহের সাথে অংশ নেন। জাতীয় পতাকা নিয়ে জয় হিন্দ এবং বন্দে মাতরম স্লোগান দিয়ে তিরঙ্গা যাত্রা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং ইনস্টিটিউটের ওভাল গ্রাউন্ডে শেষ হয়। যেখানে অধ্যাপক চৌবে “নেশ মুক্ত ভারত” গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ করান। সকল অংশগ্রহণকারীকে মাদকমুক্ত রাষ্ট্র ও জাতি গঠনে নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করতে উৎসাহিত করেন।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে এদিনের অনুষ্ঠান সকলের মধ্যে নতুন করে দেশাত্মবোধের উদ্দীপনা জাগিয়ে তোলে এবং অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে ত্রিবর্ণরঞ্জিত পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখার দৃঢ় সংকল্পকে অনুপ্রাণিত করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments