নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ঠিক এক বছর আগে এই অগস্টেই রাজ্যে ঘটেছিল নৃসংশ আরজিকর কাণ্ড। হাসপাতালে কর্মরত থাকাকালীন নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল জুনিয়র চিকিৎসককে। কর্মস্থলে একজন মহিলা চিকিৎসকের খুনের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা রাজ্য তথা দেশ। প্রতিবাদে লাগাতার রাত দখল করে প্রতিবাদ জানায় আমজনতা। পাড়ায় পাড়ায় চলতে থাকে রাতদখল করে প্রতিবাদ কর্মসূচি। অন্যদিকে আইনানুগ প্রক্রিয়াও চলতে থাকে। ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত। যদিও মৃত চিকিৎসকের বাবা-মা সহ অনেকেরই দাবি আসল “রাঘব বোয়াল” অভিযুক্তরা আড়ালেই থেকে গিয়েছে। আর এই দাবিকে সামনে রেখে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আবারও গর্জে উঠল দুর্গাপুর শিল্পাঞ্চলের রাতের শহর। বিধাননগরে মহকুমা হাসপাতাল সংলগ্ন মোড়ে রাতের অন্ধকারে ফুটে উঠল প্রতিবাদের রঙ।
অভিযোগ এক বছর আগে ঘটে যাওয়া আরজি করের নৃশংস ঘটনায় আজও বিচারহীন অভয়া। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই অবিচারের প্রতিবাদে রাস্তার উপর রঙ তুলিতে ফুটে উঠল ছবি ও বার্তা। পথচারীদের চোখে ভেসে ওঠে নীরব অথচ তীক্ষ্ণ এক আহ্বান— ন্যায় চাই, এখনই চাই।





