নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর রম্যবীণার উদ্যোগে ১৩ এবং ১৪ আগস্ট বর্ষণসিক্ত সন্ধ্যায় অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথের বর্ষার গানের আসর ‘শ্যামল ঘন নীলগগনে’। ইস্পাত নগরীর সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটির সভাগৃহে আয়োজিত উল্লিখিত আসরে সংগীত পরিবেশন করলেন- বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোপাধ্যায়, বাণী চট্টোপাধ্যায়,মহুয়া বন্দ্যোপাধ্যায়,কুমকুম বন্দ্যোপাধ্যায়,সুদীপ্তা দাস জানা,অনিন্দিতা সেনগুপ্ত,মহুয়া সরকার, ইন্দ্রানী মুখোপাধ্যায়, কাজল দাস,দুই শিশু শিল্পী অর্চিষা লাহা, সমৃদ্ধা নায়ক প্রমুখ ৩৬ জন শিল্পী। আবৃত্তিতে অংশ নিলেন বুলা দাস এবং সঞ্চিতা ঘোষ। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় অনবদ্য ভূমিকা নিয়েছিলেন- সমীর রায়, বুদ্ধদেব দাস, সন্দীপ দাস, সঞ্জিৎ মুখোপাধ্যায় এবং রতন কুন্ডু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপ্লব মুখোপাধ্যায়।





