নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের গোপালপুর উত্তরপাড়ায় আম্বেদকর হ্যান্ডিক্রাফ্ট সোসাইটি এবং জয় মা কালী সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে গত শুক্রবার রাতে আয়োজন করা হয়েছিল ৬০তম অল বেঙ্গল হাডুডু টুর্নামেন্ট। ৮টি দল এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অন্যদিকে এদিনের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান থেকে আম্বেদকর হ্যান্ডিক্যাপড সোসাইটির তরফে ১৫টি হুইলচেয়ার এবং ১০টি সেলাই মেশিন এবং মেয়েদের নতুন পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি ও আম্বেদকর হ্যান্ডিক্যাপড সোসাইটির সভাপতি শঙ্কর লাল আগরওয়াল, সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস, জয় মা কালী সংঘ ক্লাবের সভাপতি অভিজিৎ চক্রবর্তী এবং সদস্যরা।
শঙ্কর লাল আগরওয়াল এদিন জানান, প্রতি বছর এই ধরণের বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয় যাতে মহিলারা স্বনির্ভর হয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারে।





