নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কর্মরত অবস্থায় ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। মৃত ঠিকা শ্রমিকের নাম শেখ হায়দার আলী (২৫)। সে বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাঁকোড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে চলতি মাসের আট তারিখ দুর্গাপুরের বিধাননগরের ওই বেসরকারি কলেজের চারতলা ভবনে রাজমিস্ত্রির হেল্পারের কাজ করছিলেন হায়দার। সেই সময় ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার রাতে তার মৃত্য়ু হয়। অভিযোগ মৃত্যুর খবর পাওয়ার পরও ক্ষতিপূরণের কোন ব্যবস্থা করেনি কলেজ কর্তৃপক্ষ। এমনকি যে ঠিকাদারের অধীনে ওই ঠিকা শ্রমিক কাজ করছিলেন তিনিও বিষয়টি নিয়ে কোনো গুরুত্ব দিতে রাজি হননি। অবশেষে রবিবার সকাল থেকে ক্ষতিপূরণের দাবিতে কলেজের গেট আটকে বিক্ষোভে সামিল হন মৃতের পরিবার, পরিজন ও প্রতিবেশীরা। দুর্গাপুর সংখ্যালঘু সোশ্যাল ওয়ার্কারের সভাপতি শেখ জাহির বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।





