নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বেনাচিতি অঞ্চলের নিবেদিতা প্লেস উন্নয়ণ সমিতির উদ্যোগে আয়োজিত হলো ‘রবীন্দ্র নজরুল সন্ধ্যা’, ১৬-ই আগষ্ট,সমিতির নিজস্ব মঞ্চে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন – ড: সন্তোষ বিশ্বাস, খান্দরা মহাবিদ্যালয়ের অধ্যাপক। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বয়সী শিল্পীরা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি,নৃত্য, গীতি আলেখ্য ইত্যাদি পরিবেশন করেন। আমন্ত্রিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত এবং ঋতুকণা ভৌমিকের পরিবেশন শ্রোতাদের কাছে উপভোগ্য হয়। এছাড়া, সঞ্চিতা ঘোষ,চন্দনা চক্রবর্তী, সিঞ্চিতা ঘোষ,দীপা মুখোপাধ্যায় ও সুস্মিতা ভান্ডারীর সম্মিলিত প্রয়াসে নিবেদিত হয় গীতি আলেখ্য। অনুষ্ঠানে ড: সন্তোষ বিশ্বাস,বুদ্ধদেব সেনগুপ্ত,ঋতুকণা ভৌমিক প্রমুখ বিশিষ্টজন ও শিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন – বিশ্বনাথ চক্রবর্ত্তী।





